বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার মাদক মুক্ত করতে বিশেষ ভুমিকা রেখেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার,নাভারন সার্কেল জনাব জুয়েল ইমরান।যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলা সিমান্ত লাগোয়া হওয়ায় এখানে মাদকের বিচরণ অনেক বেশি। তাই শত ভাগ মাদক নির্মুল করা লক্ষে কাজ করেছে তিনি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স রেখে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি।
ইতি মধ্যে তার সফলতা অর্জন করেছেন বলে জানা যায়। মাদক নির্মুলে বিশেষ ভুমিকা রাখায়,জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে পুরস্কার পেয়েছেন। সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল জুয়েল ইমরান। মাসিক অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি আলোচনা করা হয়।
অভিন্ন মানদন্ডের আলোকে শ্রেষ্ঠ ও চৌকস সার্কেল কর্মকর্তা নির্বাচিত হয়েছে জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, “নাভারন” সার্কেল,এছাড়া মাদকের পাশাপাশি তার রয়েছে অবৈধ অস্ত্র উদ্ধার, খুন,ছিনতাই, ইভটিজিং, চাঁদাবাজি,জুয়া ও সন্ত্রাসীর মতো অপরাধ মুক্ত করতে তার রয়েছে প্রসংশা নিও সফলতা,এতে জনমনে ফিরেছে স্বস্তির ছোয়া সেজন্য সর্বস্তরের মানুষ তার এ সকল কাজের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন। তার বলেন এমন একজন সৎ ও দক্ষ অফিসার আমাদের রয়েছে বলে আমরা নিরাপদ জীবন অনুভব করছি।