সিনিয়র প্রতিনিধি: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬নং লালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাব আহমদ।
সোমবার (১৮ অক্টোবর) দক্ষিণ সুরমার চন্ডিপুলে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভার পর তৃণমূলের গোপন ভোটের মাধ্যমে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী নির্বাচনে তাকে নির্বাচিত করা হয়।
এছাড়াও ঐদিন তৃণমূলের ভোটের মাধ্যমে আরো ৪ জন প্রার্থীকে নৌকা প্রতিকে নির্বাচনের জন্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হয়। তারা হলেন, সিলাম ইউনিয়নে শাহ ওলিদুর রহমান, মোগলাবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, জালালপুর ইউনিয়নে নেছারুল হক চৌধুরী বুস্তান ও দাউদপুর ইউনিয়নে আতিকুল হক।
আসাব আহমদ লালাবাজার ইউনিয়নের শাহ সিকন্দর (কয়কস) গ্রামের বাসিন্দা, তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
ছাত্র জীবনে ছাত্রলীগের একজন কর্মী হিসেবে দলীয় আদর্শ বাস্তবায়নে কাজ করেছেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে অপারেশন ক্লিনহার্ট এর সময়ে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে কারাবরন করেছেন। ত্যাগী ও নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মী আসাব আহমদ মনোনয়ন লাভ করায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে ইতিমধ্যে নেতাকর্মীরা জোরেশোরে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন। মনোনয়ন লাভের পর আসাব আহমদ দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সহ কর্মী যোগাযোগ অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করায় আসাব আহমদ দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি ২৮ নভেম্বরের নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দিন সিলেটের দক্ষিণ সুরমার ৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।
তৃতীয় ধাপের নির্বাচনে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর।