ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে একটি পুকুরের পানিতে ডুবে রোহান(৫) নামের এক শিশু মারা গেছে। বৃহস্পতিবার ২১ অক্টোবর সন্ধ্যা এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত রোহান ওই গ্রামের আকবর আলী মাস্টারের ছেলে।
রাণীশংকৈল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে রোহান খেলতে খেলতে বাড়ির অদূরে একটি পুকুরের কাছে যায়। ইতোমধ্যে সে বাড়িতে ফিরে না এলে বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে করতে ওই পুকুর পাড়ে যায়। রোহান ওই পুকুরে পড়ে ডুবে গেছে সন্দেহ করে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে পুকুর থেকে সোয়া ছয়টায় রোহানের মৃতদেহ উদ্ধার করেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা
নাসিম ইকবাল এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।