বিশেষ প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর থানার রামসরা একটি জনবহুল ও হিন্দু অধ্যুষিত গ্রাম। এখানে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইসকন মন্দির (শ্রী শ্রী রুপ সনাতন তীর্থ মন্দির) টি অবস্হিত। সাম্প্রতিক সময়ে দেশে দূর্গা পুজাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের উপর অপাশবিক অত্যাচার শুরু হয়েছে। যেমন- দাঙ্গা ,ধর্ষণ ,গুম, হত্যা ,মন্দির ও প্রতিমা ভাঙচুর প্রভৃতি। সারা দেশের ন্যায় এখানেও প্রতিবাদ।
গত ২১.১০.২০২১ ইং বিকাল ৪.০০ ঘটিকার সময় এই সমাবেশ ও মানববন্ধন পালিত হয়। পরে কর্মসূচীতে অংশগ্রহণকারি লোকজন জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।এই কমর্সূচিতে উপস্হিত ছিলেন অএ সুন্দলী ইউনিয়ের হিন্দু সম্প্রদায়ের লোকজন,পুলিশ প্রশাসনের কর্মকতাগন, সাংবাদিক ,ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সুন্দলী ইউনিয়ের সদস্যবৃন্দ।
তাদের কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল-” হিন্দুদের জানমালের নিরাপত্তা, বর্তমান সময়ে ঘটে যাওয়া হত্যাকান্ড, ধর্ষণ, গুম ও প্রভূতি অন্যায়, অবিচারের সুষ্ঠ তদন্ত করা ও জড়িত অপরাধীদের দৃষ্টান্তকারী শাস্তি প্রদান করা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গঠন করা এবং সাম্প্রদায়িক অপশক্তিকে সমূলে বিনষ্ট করা।”