শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের নৌকার হাল ধরতে চান মোঃ মজনু মিয়া। মজনু মিয়া নলকুড়া ইউনিয়নের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধার সন্তান এবং আওয়ামী লীগ পরিবারের সদস্য। তার পিতা নলকুড়া ইউনিয়নের ফুলহারি গ্রামের মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলকুড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ফুলহারি গ্রাম থেকে বিপুল ভোটের ব্যবধানে ইউপি সদস্য নির্বাচিত হন।
সানামের সাথে দ্বায়িত্ব পালন করে আসছিলেন। গত প্রায় ১ বছর পুর্বে নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী ফর্শা কর্তব্যে অবহেলা ও দুর্নীতির দায়ে বরখাস্ত হলে ১নং প্যানেল চেয়ারম্যান হিসেবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব আসে তার উপর। গত এক বছর স্বচ্ছতা ও সুনামের সাথে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছেন তিনি।
স্বচ্ছতা ও সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করায় ইউনিয়নবাসির মাঝে আলোচনা আসেন তিনি। ইউনিয়নবাসি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে নিয়েই ভাবতে শুরু করেছেন। ইউনিয়নবাসীর সারা পেয়ে মজনু মিয়া জনসংযোগে মাঠে নেমেছেন। আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে এ ইউনিয়ন পরিষদের নৌকার হাল ধরতে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপের পাশাপাশি জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি।
দিনে রাতে পারা মহল্লায়, হাটে বাজারে চষে বেড়াচ্ছেন তিনি। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তিনি মাদক ও দুর্নীতি মুক্ত মডেল ইউনিয়ন পরিষদ গড়তে প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণও ঝুকছেন তার পিছনে। মজনু মিয়া বলেন, আওয়ামী লীগ পরিবারের সদস্য হিসেবে নৌকার মনোনয়ন তিনিই দ্বাবিদার।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেন আমি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ শতভাগ বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তিনি আরো বলেন দল যদি আওয়ামী লীগ পরিবার হিসেবে আমাকে মুল্যায়ন না করেন তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করবেন বলে জানান তিনি।