নীলফামারী প্রতিনিধি: শখের বশে বাবার মোটরসাইকেল চালাতে বের হয়েছিল মোস্তাকিন (১৫) নামে এক কিশোর। তবে মাথায় ছিল না হেলমেট।
এ ছোট্ট ভুলই কাল হলো তার। তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হলো মোস্তাকিনকে।
রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে নীলফামারী জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের আমতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মোস্তাকিন উপজেলার চওড়াবড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়ার রবিউল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, মোস্তাকিন সকালে তার বাবার মোটরসাইকেলটি শখের বসে চালাতে বের হয়। বাড়ি থেকে নীলসাগরের দিকে যাওয়ার পথে একটি লরি তাকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যায়।
এতে হেলমেট না থাকায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় মোস্তাকিন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ জানান, অভিযোগ না থাকায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্যাংকলরিটি জব্দ করা হলেও চালক এবং হেলপার পালিয়ে গেছেন।