পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক খাবার হোটেল আরাবেল্লা’র শুভ উদ্বোধন করা হয়েছে আজ।
বুধবার (২৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে হোটেল মালিক হাজী খাইরুল কবিরের উপস্থিতিতে হোটেলটি উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে কুয়াকাটা পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদার, ট্যুরিষ্ট পুলিশের ওসি মোঃ জাহাঙ্গীরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
হোটেল মালিক হাজী খাইরুল কবির বলেন, ‘সাফল্য অর্জন করতে হলে স্বপ্ন দেখতে হয়, আর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে নিরলস পরিশ্রম করতে হবে। আমরা আমাদের বাংলাদশী নানা রকম খাবার পরিবেশনের পাশাপাশি আরবীয় খাবারের ঐতিহ্য তুলে ধরতে চেষ্টা করব।’
হোটেলটি উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং হোটেলের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ উপস্থিত সকলকে মধ্যহ্নভোজন করানো হয়।