আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বস্তাবন্দি অবস্থায় সড়কের পাশ থেকে শাহ আলম (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুর ২টার সময় উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর বাজার পুরান ঘাট এলাকার রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, শাহ আলম কুমিল্লার দাউদকান্দি উপজেলার বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে পরিবার নিয়ে চট্টগ্রামের আগ্রাবাদের বেপারিপাড়া এলাকায় থাকতেন।বেসরকারি একটি কোম্পানির গাড়ি চালাতেন। গত ২৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর দেড়টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও চট্টগ্রাম থেকে পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করেছে। গত ২৬ অক্টোবর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন।
এর আগে গত ২৬ অক্টোবর বাসা থেকে বের হয়ে গাড়ির মালিককে নিয়ে পটিয়া গিয়ে নিখোঁজ হন শাহ আলম। এরপর থেকে পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে কোতোয়ালী থানায় জিডি করেন।