বিশেষ প্রতিনিধ: “মুজিবর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে “মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার, পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানে বেনাপোল পোর্ট থানার উদ্যোগে আজ শনিবার সকাল ১১টায় কমিউনিটি পুলিশং ডে-২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বেনাপোল প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বেনাপোল পোর্ট থানার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোর্ট থানার ওসি মামুন খান ৪ টি ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান আলহাজ্ব নাসির উদ্দিন অহিদুজ্জামান জুলফিকার আলী মন্টু ও কামাল উদ্দিন এবং বন্দর প্রেসক্লাবের সভাপতি কাজিম উদ্দিন একতা প্রেসক্লাবে সিনিয়ার সভাপতি মোঃ নজরুল ইসলাম আরো অন্যান্য সাংবাদিকবৃন্দ ওসি (তদন্ত) মোঃ রাসেল সরোয়ার এস.আই.মাসুম বিল্লাহ এসআই রফিক এসআই সোহেল বেনাপোল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং’সভাপতি অহিদুজ্জামান রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌর কাউন্সিলর বৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।