শেরপুর থেকে: শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে ৩০ অক্টোবর শনিবার সকালে উপজেলা কমিউনিটি পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে একটি র্যালীটি উপজেলা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আনারুল্লাহ আনার উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক একেএম বেলায়েত হোসেন প্রমুখ।
এসময় ওসি (তদন্ত) সারোয়ার হোসেন, ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন রাজনৈতিকদলের নেতৃবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।