ভ্রাম্যমান প্রতিনিধি: তালার মুড়াগাছায় প্রতিবন্ধীর ঘরে ঢুকে প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষনের চেষ্টা সহ প্রতিবন্ধীর বাড়িতে হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই প্রতিবন্ধী বাদী হয়ে (৩০ অক্টোবর) রাতে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ওই প্রতিবন্ধীর দেয়া তথ্য ও অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিবন্ধীর ছোট ভাই মোঃ তরিকুল ইসলাম দীর্ঘদিন যাবৎ সপরিবারে গাজীপুরে অবস্থান করত।
চার পাঁচ মাস পূর্বে তরিকুল মৎস্য ঘের করার উদ্দেশ্যে স্ত্রী সন্তান রেখে একা গ্রামে চলে আসে। সেই থেকে তরিকুল তার প্রতিবন্ধী ভাইয়ের সংসারে কোন প্রকার খরচ ছাড়াই খাওয়া দাওয়া করে এবং মৎস্য ঘেরে বসবাস করে আসছে। তরিকুল খাওয়া দাওয়া সহ বিভিন্ন প্রয়োজনে যখনি প্রতিবন্ধী ভাইয়ের বাড়িতে আসে তখনি প্রতিবন্ধী ভাইয়ের স্ত্রিকে অশালীন কথা বার্তা সহ বিভিন্ন ভাবে বিরক্ত করতে থাকে।
গতকাল (৩০অক্টোবর) আনুমানিক দুপুর (২ঘটিকার) সময় তরিকুল আকস্মিক প্রতিবন্ধীর ঘরের সাথে সংযুক্ত ছোট কামরায় ঢুকে প্রতিবন্ধীর স্ত্রীর কাপড় ও হাত ধরে টানাটানি সহ জোর পুর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় প্রতিবন্ধীর স্ত্রী চিৎকার করে উঠলে ঘরের ভিতরে থাকা ঐ প্রতিবন্ধী কি হয়েছে কি হয়েছে বলে চিৎকার করতে করতে হাটুতে ভর দিয়ে কামরায় প্রবেশ করে স্ত্রীকে তরিকুলের হাত থেকে রক্ষা করার চেষ্টা করে।
নিজের স্ত্রীকে তরিকুলের হাত থেকে রক্ষা করতে গেলে তরিকুল তার প্রতিবন্ধী ভাই ও ভাবির ওপর কাঠ দিয়ে হামলা করে, এতে ওই প্রতিবন্ধী ও তার স্ত্রি মাথায় হাতে সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয় এবং প্রতিবন্ধীর হাত দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়। তরিকুলের হামলায় প্রতিবন্ধীর দামি মোবাইল ফোনও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
হামলার সময় তরিকুল প্রতিবন্ধীর বাড়ির জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করতে থাকে এবং জিনিসপত্র নিয়ে বাড়ির উঠানে ফেলে দিতে থাকে। এ সময় তরিকুল প্রতিবন্ধীর ঘরে থাকা দেড় ভরি সোনার গহনা ও নগদ ৪৮ হাজার টাকা নিয়ে নেয়। ঘটনার শেষ পর্যায়ে স্থান ত্যাগ করার সময় তরিকুল প্রতিবন্ধীকে সপরিবারে হত্যা সহ বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি করার হুমকি দিয়ে যায়।
হামলার সময় তরিকুলের তান্ডব দেখে প্রতিবন্ধীর সাত বছর বয়সী একমাত্র প্রতিবন্ধী শিশু কন্যা সন্তান আতঙ্কগ্রস্ত হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকে। এই খবর লেখা পর্যন্ত ওই প্রতিবন্ধী শিশুটি এখনো স্বাভাবিক হয়নি বলে জানা গেছে। এ ঘটনার ওই প্রতিবন্ধী কৌশলে সামান্য একটু ভিডিও ধারণ করতে সক্ষম হয় এবং ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় বয়ে যায়।
এ ঘটনায় ওই প্রতিবন্ধী প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার দিন রাতেই থানায় অভিযোগ দায়ের করেন। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।