বরগুনা প্রতিনিধি: বরগুনার তালতলীতে আল- ইকরা ফাউন্ডেশন এর উদ্যোগে চন্দনতলা আঃ গফুর দাখিল মাদ্রাসার হল রুমে কৃষি সম্প্রসারন অধিদপ্তর হর্টিকালচার বরগুনা এর মাধ্যমে ২ দিন ব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এই কর্মসূচীর মাধ্যমে বসত বাড়িতে ফল উৎপাদন ও প্রযুক্তি ব্যাবস্থাপনার মাধ্যমে ফলগাছ উৎপাদন বৃদ্ধির কৌশল ও পারিবারিক পুষ্টি উন্নয়নে ফলের ব্যাবহারের বিষয় প্রশিক্ষন দেওয়া হয়। জানা গেছে চন্দনতলা আল-ইকরা ফাউন্ডেশনের আহবানে বরগুনা হর্টি কালচারের তত্বাবধানে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের আওতায় এই কর্মসূচী গ্রহন করা হয়েছে।
এ সময় উপস্থীত ছিলেন আমতলী ও তালতলী উপজেলার দায়িত্ব প্রাপ্ত কৃষি কর্মকর্তা জনাব সি এম রেজাউল করিম, বরগুনা হর্টিকালচারের নার্সারী তত্বাবদায়ক জনাব মোঃ আঃ ছত্তার মিয়া (ভারপ্রাপ্ত) জনাব মোঃ ফিরোজ সিকদার উপসহকারী হর্টিকালচার বরগুনা, জনাব মোঃ জামাল হোসেন উপসহকারী কৃষি কর্মকর্তা তালতলী, আরো উপস্হীত ছিলেন হাফেজ মুফতি জাহিদুল ইসলাম বেলাল প্রতিষ্ঠাতা ও সভাপতি আল ইকরা ফাউন্ডেশন।
এ প্রশিক্ষণে ষাটজন কৃষক কৃষাণি অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহন কারী মোঃ আঃ রহিম মাস্টার বলেন এই প্রশিক্ষণ গ্রহন করে আমরা অনেক অজানা বিষয় জানতে পেরেছি আমাদের কৃষি কাজের সহায়ক হিসাবে কাজ করবে এই প্রশিক্ষণ। কৃষক মোঃমহাসিন খান জানান এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা উপকৃত হবে এবং কৃষি কাজের প্রতি তাদের আগ্রহ বারবে তখনই এই দেশ আরো সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
কৃষক মোঃ হাবিনুর খান বলেন আল- ইকরা ফাউন্ডেশন একটি সেচ্ছাসেবী সংগঠন তারা বিভিন্ন সময় নানাবিধ কর্মসুচী গ্রহন করে এ প্রশিক্ষণের ব্যাবস্থা করায় আমরা তাদের প্রতি কৃতগ্যতা জানাই। বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসাবে এই প্রশিক্ষণের আয়োজন করেন আল- ইকরা ফাউন্ডেশন। এ সময় অত্র সংগঠনের সকল সদস্যারা উপস্থীত ছিলেন।
প্রশিক্ষণ শেষে কৃষক ও কৃষাণীর মাঝে বিভিন্ন জাতের ফল গাছের চারা ও টিএ ডিএ প্রধান করা হয়।