যশোর প্রতিনিধি: যশোর জেলার অভয়নগর থানার চলিশিয়া ইউনিয়ন পরিষদ একটি পূণার্ঙ্গ ও সুনামধন্য এলাকা। যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। মুজিববর্ষে পুলিশ নীতি জনসেবা ও সম্প্রীত এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৩১.১০.২০২১ইং সকাল ১১ টায় চলিশিয়া ইউনিয়ন পরিষদ ভবনে এই ৬নং বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
এই সভার নাম হলো শান্তি, সম্প্রীতি ও সৌহার্দমূলক সভা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল, খুলনা রেঞ্জ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একে এম শামীম হাসান। সমগ্র অনুষ্ঠানে উপস্হাপনায় ছিলেন গাজীপুর ফাঁড়ি ইনচার্জ জনাব সুকল্যাণ বিশ্বাস ও সহযোগী এস আই মিরাজ হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাদির মোল্যা এবং অত্র ইউনিয়নের বিভিন্ন ধর্মের ও বিভিন্ন স্তরের লোকজন ও নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া এই অপসাম্প্রদায়িক দেশে সকল ধর্মের লোকের নিজ অনুষ্ঠান ও নিজ মত প্রকাশের পূণার্ঙ্গ স্বাধীনতা রয়েছ এবং মাদকের বিরুদ্ধে বতর্মান সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। সাম্প্রদায়িকতামূলক উস্কানি ও মাদকসেবী যেই হোক তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে