বিশেষ প্রতিনিধি: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিগঞ্জে চেয়ারম্যান মেম্বর প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিচ্ছেন। মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। এজন্য প্রার্থীরা ভোট প্রার্থনার পাশাপাশি তাদের ভোটারদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।
সোমবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলামের নিকট ধলবাড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সজল মুখার্জী মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলি মুন্সি, সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটসহ দলীয় নেতা কর্মীবৃন্দ।
অপরদিকে একই সময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আবুল কালাম আজাদের কাছে কৃষ্ণনগর ইউনিয়নের নারী চেয়ারম্যান প্রার্থী শ্যামলী অধিকারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তফসিল অনুযায়ী তৃতীয় ধাপে আগামি ২৮ নভেম্বর কালিগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর জন্য মনোনয়নপত্র জমা দানের শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর।