বিশেষ প্রতিনিধি: ১৯ ফ্রেবয়ারী এক নাবালিকা তার বন্ধু রাজুর সাথে একটি নদীর তীরে বেড়াতে যান।
তখন ঐ নাবালিকার বন্ধু রাজু তার আরো দুটি বন্ধু কে খবর করেন নদীর তীরে আসার জন্য। তখন সন্ধ্যা নামতে ঐ নাবালিকা কে নদীর তীরে একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন তিন বন্ধু মিলে। সেই দিন লোকচক্ষুর ভয়ে কাউকে কিছু বলেন নি।
পরের দিন সাহস করে গিয়ে উত্তর প্রদেশের কৌশাম্বির অকিল থানায় ২০ফ্রেবয়ারীতে অভিযোগ করেন। এবং সেই মামলা দায়ের হয় উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্টে। আজ এই বিচারের রায় দিয়ে গিয়ে বিচারপতি বলেন ঐ নাবালিকা কে যখন তারা গণধর্ষণের করেন তখন তার ইচ্ছার বিরুদ্ধে ছিল।
তাই তাদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির, পকসো আইনে তাদের সাজা প্রদান করা হবে। এই ধরায় বলা হয়েছে কেউ যদি নিজেদের সম্মতি তে যৌন সম্পর্ক স্থাপন করেন তাহলে তাদের বিরুদ্ধে পকসো আইন ও ধর্ষণের মামলা গ্রহণ করবে না আদালত।