বিশেষ প্রতিনিধি: আজ পশ্চিম বাংলার কলকাতা হাইকোর্টের নির্দেশ আগামী কালীপূজা ও দীপাবলিতে কোন ভাবে বোম ফাটানো যাবেনা। সেই সঙ্গে আতশবাজি পড়ানো যাবে না। আজ কলকাতা হাইকোর্টের গ্রিন বেঞ্চ এ রিট আবেদন করেন পরিবেশ বন্ধু এন জি ও এবং পশ্চিম বাংলার পরিবেশ দূষণ রোধ কন্ট্রোল ব্যুরো।
সেই শুনানিতে হাইকোর্টের বিচারপতিরা জানিয়েছেন সাধারণ মানুষের ক্ষতিগ্রস্ত হয় এমন শব্দ বাজি ও বোম এবং আতশবাজি নিয়ে খেলবেন না ও ফাটানো যাবেনা। এতে সাধারণ মানুষের খুবই অসুবিধা হয় এবং অনেক মানুষের শ্বাসকষ্ট এবং হার্টের সমস্যা দেখা যায়।
তাই কোন ভাবে এই কাজ করা যাবেনা। সেই জন্য কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের কমিশনারের নিকট এবং পশ্চিম বাংলার পুলিশের ডি জি পি কে কড়া থাকতে নির্দেশ দিয়েছেন। এবং সাদা পোশাকের পুলিশের সাথে পশ্চিম বাংলার পরিবেশ দূষণ কন্ট্রোল ব্যুরোর লোক থাকবে।
যদি কেউ হাল্কা আতশবাজি পড়াতে চান তাহলে রাত, একটার পর থেকে ভোর সাড়ে তিন টে পযন্ত এই আতশবাজি পড়ানোর খেলা করতে পারে সম্পূর্ণ নিয়ম কানুন মেনে।