পটুয়াখালী প্রতিনিধি: এক হৃদয়বিদারক ঘটনার- এর সাক্ষী হলো পটুয়াখালী বরিশাল মহাসড়কের লেবুখালীতে সদ্য উদ্বোধন হওয়া পায়রা সেতু। সোমবার সন্ধ্যায় প্রথমবারের মতো সেখানে ঘটে সড়ক দুর্ঘটনা। মারা যায় স্কুলছাত্র রাইয়ান। আহত হয় আরও তিনজন।
এর আগে দুর্ঘটনায় আহত দুজনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে গুরুতর জখম হওয়া অষ্টম শ্রেণির ছাত্র মো.রাইয়ানকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে পথিমধ্যে সে মারা যায় বলে নিশ্চিত করে রাইয়ানের বাবা লুৎফুর রহমান শাহরিয়ার
রাইয়ানের সাথে থাকা অপর আহত দশম শ্রেণির ছাত্র মো. মোরশেদকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এরা উভয়েই পটুয়াখালী শহরের বাসিন্দা এবং পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নিহত রাইয়ান পটুয়াখালী পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান শাহারিয়ারের ছেলে এবং বেপারী বাড়ির বাসিন্দা।
এর আগে মস্তিষ্কের ভেতরে গুরুতর চোট থাকায় রাইয়ানকে বরিশালে রেফার করা হয়েছিল বলে জানিয়েছেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নুরুন্নাহার। এদিকে আহত অন্য দুজন পটুয়াখালী এলেও অপর দুজনের পরিচয় ও কোথায় চিকিৎসা নিয়েছেন- তা জানা যায়নি।
দুমকি থানার ওসি আবদুস সালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে একজন পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে। সে এলে বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে থাকা সাব-ইনস্পেক্টর বিপ্লব কুমার ভাট জানান, সন্ধ্যা ৫:৪০-এ এই দুর্ঘটনা ঘটে। চারলেনের পায়রা সেতুর মাঝে বিভাজন থাকলেও একটি মোটর সাইকেল রং সাইড দিয়ে অতিক্রম করছিল। এর মধ্যেই লেবুখালী প্রান্তের টোল পয়েন্টের উত্তর পাশে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এদিকে রাইয়ান কে হারিয়ে শোকে মূহ্যমান সমগ্র পটুয়াখালী। আলাদা আলাদা ভাবে শোক জানিয়েছেন সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগ, পৌরসভা সহ অঙ্গ সংগঠনগুলো। রাইয়ানের বাসায় গিয়ে দেখা যায় একমাত্র ছেলেকে হারিয়ে তার মা বাবা বারবার মূর্ছা যাচ্ছিলেন। কান্নায় ভারি হয়ে উঠেছে আশপাশের এলাকাও।