সিনিয়র প্রতিনিধি: ৩ নভেম্বর জেলহত্যা দিবস। মানব সভ্যতার ইতিহাসে বেদনাময় এক কলঙ্কিত দিন। ১৯৭৫ সালের ৩ নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নিভৃত প্রকোষ্ঠে বন্দি অবস্থায় হত্যা করা হয় জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম. মনসুর আলী এবং আবু হেনা মোহাম্মদ কামরুজ্জামানকে।
পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা বিরল। এই নৃশংস হত্যাকান্ডে আমরা মুষড়ে পরি নাই, ভয় পাই নাই। এই নৃশংস হত্যাকান্ড থেকে আমরা শিক্ষা নিবো, অনুপ্রানিত হবো নি:শ্বার্থ ভাবে দেশের ও মানুষের পাশে দাড়াতে। আমারা গর্বিত আমাদের এই সকল পুর্বপুরুষদের নিয়ে এবং ৭ নভেম্বর মুক্তিযোদধা সৈনিক হত্যা দিবস। তাঁদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলী।
৩ নভেম্বর জেলহত্যা দিবস ও ৭ নভেনর মুক্তিযোদধা সৈনিক হত্যা দিবস স্মরণ উপলক্ষে এক আলোচনা সভা এবং যুকতরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মহসিন আলীর রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা আয়োজন করা হয়েছে আগামী ৭ নভেম্বর, রবিবার, সন্ধ্যা ৬ টায় মামুন টিউটরিয়্যাল, ৭২ স্ট্রীট, জ্যাকসন হাইস্ট, নিউইয়র্ক। খবর বাপসনিউজ। এতে সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠন।