শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ৩নং নলকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম পিতা সরকার খবির উদ্দিনের সুনামকে কাজে লাগিয়ে জনসংযোগে মাঠ কাপাচ্ছেন রেজাউল করিম। তিনি এখন জনসংযোগে ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম নলকড়া নলকুড়া ইউনিয়নে নৌকার হালধরতে চান। আওয়ামী লীগ পরিবারের সদস্য রেজাউল করিম ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের মাধ্যমে শুরু হয় তার রাজনৈতিক জীবন।
বর্তমানে তিনি আওয়ামী লীগের রাজনৈতিকের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। ব্যক্তি জীবনে বিএ (অনার্স), এমএ পাশ করে কৃষি কাজের পাশাপাশি ওষুধ ব্যবসা পরিচালনা করে আসছেন। রেজাউল করিম নলকুড়া ইউনিয়নের ৪ বারের সাবেক চেয়ারম্যান মরহুম সরকার খবির উদ্দিনের ছেলে। সরকার খবির উদ্দিন সুনামের সাথে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করে বহু প্রশংশা সুনাম ও ক্ষ্যতি অর্জন করেছেন। পুরো ইউনিয়ন জুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু ক্ষ্যতি।
আর মরহুম পিতা সরকার খবির উদ্দিনের এসব সুনামকে কাজে লাগিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গনসংযোগে মাঠ কাপাচ্ছেন ছেলে রেজাউল করিম। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন তিনি। গ্রামে- গঞ্জে হাটে- বাজারে, পাড়া- মহল্লায় উঠান বৈঠকসহ সাধারন মানুষকে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রতি। সাধারন ভোটাররা তার ডাকে সারা দিয়ে মাঠে কাজ করছেন। গতবছব করোনা কালীন সময়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে কর্মহীন অসহায় হতদরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা বিতরন করেছেন।
অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন তিনি। তিনি আজীবন মানুষের সেবা করে যেতে চায়। রেজাউল করিম বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে তার নির্দেশনা মেনে সকল কর্মকান্ড পরিচালনার পাশাপাশি মাকদও দুর্নীতি মুক্ত একটি মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।