রাজশাহী ব্যুরো: মুজিব বর্ষে শপথ করি,দূর্যোগে জীবন,সম্পদ রক্ষা করি,এই প্রতিপাদ্যেকে সামনে রেখে রাজশাহীর বাঘায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় চত্তরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাঘা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার মোঃ নবীর উদ্দীন,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার এসলাম ইসলাম,উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার আতিকুর রহমানসহ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের শুভেচ্ছা জানানো হয়। এবছর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহে বাঘা অফিস সেবা প্রদানে অনন্য অবদান রাখেন।