পাইকগাছা প্রতিনিধি: খুলনা জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালী প্রতিমা বির্সজন পর্ব শেষ হয়েছে। বৃহস্পতিবার তিথী অনুযায়ী দিপাবলী ও শ্যামাপুজা শুরু হয়ে শুক্রবার সন্ধ্যায় প্রতিমা বির্সজনের মধ্যে দিয়ে এ পর্বের পরিসমাপ্তি ঘটেছে। এ উপলক্ষ্যে বিকাল ৪টা থেকে বিভিন্ন সনাতন সম্প্রদায়ের নরনারী, যুবক, যুবতী ও মধ্যে বয়সীরা পরিবার পরিজন নিয়ে দল বেঁধে বির্সজনস্থল কালীঘাট চত্বরে আসতে শুরু করে। সন্ধ্যা নামার কিছুক্ষণ পর্বে সেখানে আগত দর্শনার্থীদের উপস্থিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মত।প্রতিমা বির্সজন পর্বে সেখানে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, রশিদুজ্জামান মোড়ল, কপিলমুনি ইউনিয়ন আঃলীগের সভাপতি যুগোল কিশোর দে, কপিলমুনি ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দ্দার, চম্পক কুমার পাল, সাধন কুমার ভদ্র, বিধান চন্দ্র ভদ্র, হিমাদ্রী শেখর দে, জগদীশ চন্দ্র দে, প্রভাষক রেজাউল করিম খোকন, ত্রিদিব কান্তি মন্ডল, ইকবাল হোসেন খোকন, লক্ষণ পাল, জালাল সরদার, ইউপি সদস্য রবিন অধিকারী, সাবেক সদস্য আজিজ বিশ্বাস, কৃষেন্দু দত্ত, জয়ন্ত সাধুসহ প্রমুখ।