বিশেষ প্রতিনিধি: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে প্রতি লিটারে ১৫টাকা প্রতি লিটার ৮০টাকা সকল প্রকার যানবাহন ৫ই নভেম্বর শুক্রবার ভোর ৬ টা হতে খুলনাবিভাগ ১০ টি জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সকল প্রকার গণপরিবহন পন্যবাহী মোটরযান না চালানো সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় পরিবহন বাস মালিক সমিতির ও ট্রাক কভার ভ্যান মালিক সমিতির সাথে সরকার কথা না বলে পরামর্শ না নিয়ে সরকারের ঘোষণা কতটুকু যুক্তী আছে।
প্রিয় দেশবাসীর প্রতি বিচার ছেড়ে দিলা মগাবটি মেরে থাকা খুনী মোস্তাকের মত মাননীয় প্রধানমন্ত্রী ও সরকার কে বেকায়দায় ফেলাছে এইসব আমলারা প্রতিবাদ করতে হবে রাজপথে দেখাও কথা হবে মটরযানবাহন ওপর অন্যায় চলবে না ডিজেল তেলের দাম বৃদ্ধি মটরগাড়ির আয়কর বৃদ্ধি মটরগাড়ির যনএাংশ মৃল্য বৃদ্ধি হাইওয়ে মহাসড়ক গুলিতে কথায় কথায় অবৈধ ভাবে যানবাহনের উপর বিভিন্ন সংস্থার নামে ও সরকারের টোল অতিরিক্ত চাঁদাবাজীসহ একের পর একশ্রমিক নির্যাতিত সড়কে হয়রানি শিকার এগুলো দেখার মতো মনে হয় বাংলাদেশে কেউ নেই।শ্রমিকদের আকুল আবেদন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শ্রমিকদের আকুল আবেদন।অতি দ্রুত সমস্যার সমাধান করুন না হইলে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাওয়া হবে জানান।