আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার, গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বেগম ওয়াসিকা আয়শা খান এম.পি।
বুধবার (১০ নভেম্বর) বিকালে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সরকার হাট এলাকায় উদ্বোধন উপলক্ষে এক জনসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে দেশে বড় বড় মেগা প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। আমার প্রয়াত পিতা আনোয়ারার মাটি ও মানুষকে তাঁর জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি নিজের সুবিধার জন্য রাজনীতি করেননি, রাজনীতি করেছেন দেশের মানুষের জন্য। উনার কাছ থেকে শিখেছি, রাজনীতি আর জনগণের সেবা কিভাবে করতে হয়। দেশের উন্নয়নে কোন ভেদাভেদ থাকতে পারেনা। সকলকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করব।
অনুষ্ঠানে তিনি ২০ টি গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর,১৩ টি গ্রামীণ সড়ক, ২ টি কমিউনিটি ক্লিনিকের ওয়াশ ব্লক, মসজিদ-মন্দিরের ৭ টি গভীর নলকূপ,৪টি মসজিদ মন্দিরে সংস্কার করনের জন্য অনুদান প্রদান, ৪ টি কালভার্ট ও কবস্থানের গাইড ওয়ালসহ ২ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
দক্ষিণ জেলা তাঁতী লীগের যুগ্ন আহবায়ক ও স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক আজিজের সভাপতিত্বে মোঃ আবুল বশরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,স্বপন ধর, মোহাম্মদ শফিক, নাজিমউদ্দিন সুজন, শহিদ, দিদারুল আলম, জসিম উদ্দীন, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনগুলোর নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন বেগম ওয়াসিকা আয়শা খান এমপি।