বিশেষ প্রতিনিধি: বুধবার (১০ নভেম্বর) বেলা ২ টার সময় বেনাপোল ইউনিয়ন পরিষদে “দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায়” ও “রাইটস যশোরের” বাস্তবায়নে এবং নাগরিক কমিটির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যশোর রাইটসের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজহারুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, যদি জনপ্রতিনিধিদের মধ্যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকে, তাহলে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্যতা আরও বেশি বাড়ে। জনগণের তাদের প্রতি আস্থা ও বিশ্বস্ততা আসে। আর এজন্য চেয়ারম্যানদের সম্পদের পরিমাণ হিসাবের জন্য রাইটস যশোরের পক্ষ থেকে ১ বছরের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
তারা বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা থাকলে জনপ্রতিনিধি এবং জনগণ দুজনেই উপকৃত হবে। দূর্ণীতি হ্রাস পাবে, মৌলিক চাহিদা পূরণ হবে, সৎ যোগ্য প্রার্থী পাওয়া যাবে।
জবাবদিহিতার দ্বিতীয় পর্যায়ে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সম্পদের হিসাব নির্ণয় করে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের যোগদানকালিন সময়ের সম্পদের বিবরণ প্রকাশ করা হয়। যা পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জনগণকে এ বিবরণ জানানো হবে বলে জানান যশোর রাইটসের প্রোগ্রাম অফিসার আবু সাইদ।
সম্পদ হিসেবের বিবরণীতে বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান জানান, তার সিএন্ডএফ এজেন্ট ব্যবসা, ফার্মেসী ব্যবসা, রড সিমেন্টের ব্যবসা সহ ঘর ভাড়া বাবদ ও মাঠান জমি থেকে কিছু টাকা পান তিনি।
বিবরণীতে বলা হয়, ব্যক্তিগত আয়ের উৎস- কৃষি খাত থেকে বাৎসরিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকা, বাড়ি ভাড়া ৯৬ হাজার টাকা, অন্যান্য ৫৪ হাজার টাকা, জমি হুকুম দখলের বিপরীতে প্রাপ্য (এককালীন) ৬৩ লক্ষ ৮২ হাজার ২ শত ৮৯ টাকা, সঞ্চয়পত্র ৫৫ হাজার টাকা।
অস্থাবর সম্পদ- ব্যাংক গ্রান্টি ২০ লক্ষ টাকা, কন্যার নামে জমি ২০ লক্ষ ৫০ হাজার টাকা, ঔষধের দোকান+সিমেন্ট ব্যবসা ৪৬ লক্ষ ৭৫ হাজার টাকা, ডিপিএস ৮৩ হাজার টাকা।
জমির পরিমাণ (নিজ+যৌথ মালিকানা) ১৫ বিঘা।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাইটস যশোরের প্রোগ্রাম ডিরেক্টর প্রদীপ দত্ত, , বেনাপোল ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল হামিদ, নিশানা এনজিওর নির্বাহী পরিচালক ও সিভিল স্যোসাইটির সেক্রেটারী মফিজুর রহমান, আলমগীর মেম্বার, আবদুল হাই মেম্বার, আকরাম মেম্বার, প্রিন্স মেম্বার, মেয়াদ মেম্বার, মহিলা মেম্বার সেলিনা, রাশিদা, সালেহা প্রমুখ।