রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার চজরাজাপুর ইউনিয়নে বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ৩ টার সময় ইউনিয়নের চকরাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু সৈনিক লীগের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সৈনিক লীগের ৭ নং চকরাজাপুর ইউনিয়ন সভাপতি মিন্টু দর্জি সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকরাজাপুর ইউপি’র বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শহিদুল ইসলাম।
উপজেলা বঙ্গবন্ধু সৈনক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে এ দেশকে মূক্ত করতে ১২টি বছর অন্ধকার কারাগারে কাটিয়েছেন। সেই সময় সংসারে কি হাল হয়েছিল সেটা কি একবার ভেবেছেন? আমরা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক । আমরা সেই দল করি। বাংলার আনাচে-কানাচে এমন কোন জায়গা নাই যেখানে বঙ্গবন্ধূ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করেনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম চারঘাট-বাঘার উন্নয়নের রুপকার, তার অক্লান্ত পরিশ্রমে আপনারা চকরাজাপুর ইউনিয়ন পেয়েছেন। স্কুল,রাস্তা-ঘাট,বিদ্যুৎ সবকিছুতেই উন্নয়ন হয়েছে। তাই তিনি উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে এগিয়ে নিতে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাহাব, উপজেলা সৈনিক লীগ সহ-সভাপতি অবঃ সেনা সদস্য আঃ করিম, উপজেলা সৈনিক লীগ সাংগঠনিক সম্পাদক আলী আজম, পাকুড়িয়া ইউপি সৈনিক লীগ সভাপতি আশরাফ আলী ,যুগ্ন সম্পাদক পলাশ, বাউসা ইউপি সভাপতি জুরহান উদ্দিন, সোহেল সরকার টুটুল, বাউসা ৩নং ওয়ার্ড সভাপতি আলেক, ৫ ওয়ার্ড সভাপতি লিয়াকত হোসেন, চকরাজাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি হিটু সরকার এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মী বৃন্দ।