বিশেষ প্রতিনিধি: গত বছর থেকে করোনা ভাইরাসের সংক্রমণের বিধিনিষেধের জন্য সাধারণ মানুষের জন্য প্রায় সবকিছুই বন্ধ ছিল। কিন্তু দোকান পাঠ ও অফিস এবং আদালত ইস্কুল ও কলেজ এবং বাজার হাট ও ট্রেন চলাচল বন্ধ ছিল। এবং সরকারি বাস ও বেসরকারি পরিবহন ব্যবস্থা প্রায় বন্ধ ছিল। বন্ধ ছিল হাওয়াই জাহাজের উড়ন্ত ডানা। অঘোষিত কারফিউ লেগে ছিল ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন যায়গায়।
সবই যখন বন্ধ ছিল, ঠিক তখনই খোলা ছিল দারুখোরদের জন্য মদের দোকান। সরকার অতিরিক্ত ভ্যাট ও কর চাপিয়ে মোদের দোকান খুলে রেখেছিল মোদখোরদের জন্য। যার ফলে পশ্চিম বাংলা সরকারের বিরাট অংশ আয় এসেছিল মদের কর থেকে। দাম অতিরিক্ত থাকলেও বেশি দাম দিয়ে মোদ খোরদের লম্বা লাইন পড়েছিল সর্বত্র। মাঝে মাঝে মোদের দোকান এর লাইন নিয়ে ঝামেলা পোহাতে হয়েছে পশ্চিম বাংলার পুলিশের।
অবশেষে আজ থেকে সারা পশ্চিম বাংলার বিভিন্ন যায়গায় দেশি ও বিদেশি মদের দাম কমেছে। সরকার কর্তৃক বিভিন্ন যায়গায় দেশি ও বিদেশি মদের দাম দেওয়া হয়েছে, একবার দেখা যাক, সিগ্রাম ইম্পেরিয়াল ক্লাসিক প্লেন দাম পড়বে, ১৬০,টাকা, ১৮০,এম, এল, ৩০০,টাকা, ৩৭৫,এম, এল, ৫৯০,টাকা, ৭৫০,এম, এল। এবং ম্যাকডোয়েল, ১,নাম্বার, ১৭০, টাকা, ১৮০, এম এল, ৩৩০টাকা, ৩৭৫,এম, এল, ৬২০,টাকা, ৭৫০এম, এল এবং ম্যাজিক মোমেন্ট পিওর গ্রেন, ১৭০,টাকা, ১৮০, এম এল এবং ৩৩০,টাকা, ৩৫০,এমএল,৬২০, টাকা, ৭৫০,এমাএল। এবং হোয়াইট সিমটিন্ক আল্ট্রা পিওর দাম, ১৭০,টাকা, ১৮০,এমএল, ৩৩০,টাকা, ৩৭৫, এম এল এবং ৬২০,টাকা, ৭৫০,এমএল। সিগ্রান রয়্যাল ট্র্যাগ রেন্জের, ২০০টাকা, ১৮০, এম এল, ৩৫০,টাকা, ৩৭৫,এমএল, ৬৭০,টাকা, ৭৫০,এমএল। এবং বাকাডি কাটা ব্লাক সুপ্রিয়ার হোয়াইট রাম, ১৮০, টাকা, ১৮০,এমাএল, ৪৫০,টাকা, ৩৭৫,এমএল, ৮৪০টাকা, ৭৫০,এমএল। এবং ব্লেন্ডারস ট্রিপল ভিকিলড, ২৪০, টাকা ১৮০,এমাএল, ৪৩০, টাকা ৩৭৫,এমএল, ৮২০,টাকা, ৭৫০ এম এল। বাডওয়েইট ম্যাগন্যাম, ২৪০,টাকা, ৬৫০ এম এলে মোদের দোকানে পাওয়া যাচ্ছে। এছাড়াও বিভিন্ন কোম্পানির মদ বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে।।