বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শার বাগাআঁচড়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত গুরুতর আহত হয়েছে দুইজন।
২০/১১/২০ তারিখ ভোরে শার্শার বাগাআঁচড়ায় নির্বাচনী সহিংসতার সিকার মুস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক নামে এক জনের মৃত্যু হয়েছে।
সরজমিনে তদন্ত করে জানা যায় মৃত মোস্তাক ধাবক ও তার পিতা এবং তার ছোট ভাই চলমান নির্বাচনে সতন্ত্র প্রার্থী জনাব আব্দুল খালেকর সমার্থক হয়ে নির্বাচনী প্রচারে অংশ নিলে স্থানীয় চেয়ারম্যান ইলিয়াস কবির বকুলের সাথে মনোমালিন্য হয়। প্রথম দফার আক্রমে অক্ষত থাকলেও দ্বিতীয় দাফায় রক্ষা পাননি ধাবক পরিবার।তারই ফল স্বরূপ
মাশুল দিতে হলো মোস্তাক ধাবকের জীবন দিয়ে।
গত ১৬/১১/২০২১ তারিখ মঙ্গলবার রাতে বাগআঁচড়া ইউনিয়নের সরদার পাড়ায় নির্বাচনী সহিংসতার ঘটনায় স্থানীয় চেয়ারম্যান বকুল বাহিনীর হামলায় গুরুতর আহত বাংলাদেশর দ্বিতীয় বৃহত্তর সাতমাইল পশু হাটের ইজারাদার ও ইউনিয়ন আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল খালেক খতিব ধাবক ও তার দুই ছেলে সহ আরও অনেকে।
মারাক্তক ভাবে আহত হওয়া ধাবক পরিবারের তিন জনকে ঢাকা মেডিকেলে নেওয়ার পরে ২০/১১/২০২১ তারিখ ভোরে আব্দুল খালেক খতিবের বড় ছেলে মোস্তাফিজুর রহমান মোস্তাক ধাবক চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।বাকি দুজনও সংকা মুক্ত নন!
একিকে মোস্তাক হত্যার প্রতিবাদে বাগাআঁচড়ায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সতন্ত্র প্রার্থী আব্দুল খালেকের সমার্থক ও বিভিন্ন ওয়াড থেকে আগাত নেতাকর্মী সাথে নিয়ে।