বিশেষ প্রতিনিধি: বেনাপোল পৌরসভার সমাজসেবক এবং সাংবাদিক এসএম মুসলিম উদ্দিন পাপ্পুকে ভাইকে আগামীর পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ডের থেকে কাউন্সিলর হিসেবে দেখতে চাই। প্রিয় ভবারবেড় বাসী আপনাদের নিশ্চয়ই মনে আছে ২০১৯ সালের যখন করোনাভাইরাস প্রথম বাংলাদেশে আসে তখন আমাদের ভবারবেড়ে মানুষ অনেকেই অসহায় হয়ে পড়ে দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়ে যায়। ঠিক সেই সময় মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজ উদ্যোগে এস এম মুসলিম উদ্দিন পাপ্পু মামা প্রায় ৩০০০ (তিন হাজার) গরীব অসহায় মানুষের মাঝে ত্রাণ বন্টন করে দেন,,আমরা তখন নিজ চোখে দেখেছি ভবারবেড়ে মানুষের অনেক টাকা কিন্তু তখন কেউ অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি।
দাঁড়িয়ে ছিলেন একজন তিনি হলেন এস এম মুসলিম উদ্দিন পাপ্পু। একটি কথা না বলে থাকতে পারছি না,আমাদের প্রিয় কাউন্সিলর তারিকুল আলম তুহিন ভাই নিখোঁজ হওয়ার পরে আমরা ভবারবেড় বাসি অনেক অসহায়ের মতো জীবন যাপন করছি আমরা রাতে বাসায় যেতে পারিনা রোডে একটা লাইক পর্যন্ত নাই অন্ধকারে আমাদের যেতে ভয় করে। আপনারা সকলেই জানেন বেনাপোল পৌরসভার অধীনে ৯ টি ওয়ার্ড রয়েছে ৮টি ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগলেও আমাদের ৬নং ওয়ার্ডে তেমন কোন উন্নয়নের করেননাই বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন। কেন করেন নাই তিনিই জানেন।
আমার প্রাণপ্রিয় নেতা যশোর-৮৫ শার্শা-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন মহাদোয়ের কাছে একটি দাবি আমি একজন সাধারণ নাগরিক হিসাবে মাননীয় এমপি মহোদয়ের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের ৬নং ওয়ার্ডে আমরা অভিভাবকহীন আমরা এস এম মুসলিম উদ্দিন পাপ্পু ভাইকে আমরা আমাদের কাউন্সিলর হিসেবে দেখতে চাই….