বিশেষ প্রতিনিধি: আসন্ন ইউপি নির্বাচনে যশোরের শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে দলীয় ঘোষিত নৌকার প্রার্থী আঃ গফফারকে সমর্থন জানিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নিজের নাম প্রত্যাহার করলেন আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন।
বুধবার (২৪ই নভেম্বর) বিকেলে পুটখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শার্শার এমপি শেখ আফিল উদ্দিনের মধ্যস্থায় আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী থেকে সরে দাঁড়ালেন নাসির উদ্দিন।
নাসির বলেন, ইউনিয়নবাসীর ভালবাসায় স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। কিন্তু দলীয় নির্দেশনার বাইরে গিয়ে, বিভেদ সৃষ্টি করার পক্ষে আমি নই। তাই আমি নৌকার মাঝিকে সমর্থন করে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।
এমপি শেখ আফিল উদ্দীন বলেন, দল যাকে যোগ্য মনে করেছেন, তাকেই নৌকা প্রতীক দিয়েছেন। আমরা দলকে ভালবেসে, সবাইকে এক সাথে নিয়ে নৌকার মাঝিকে জয়যুক্ত করতে চাই। তাই সব বিভেদ ভুলে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদেরকে নৌকায় উঠার আহবান জানাচ্ছি।