বিশেষ প্রতিনিধি: লেখক-সুযোগ্য পুলিশ সুপার মহোদয় জনাব মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) সাতক্ষীরা
বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি ডক্টর বেনজীর আহমেদ বিপিএম-বার মহোদয়ের সুস্পষ্ট নির্দেশনা এবং ডিআইজি খুলনা রেঞ্জ ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম-বার মহোদয়ের তত্ত্বাবধানে সাতক্ষীরা জেলায় ১৪ ই নভেম্বর থেকে শুরু হওয়া বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে ৪১ জন সদস্যের নিয়োগ লাভ নতুন অধ্যায়ের সূচনা করেছে।
আমরা অত্যন্ত আনন্দিত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পেরে। এই মহৎ কর্ম যজ্ঞের সাথে সম্পৃক্ত সাতক্ষীরা জেলা পুলিশের সকল সদস্য, খুলনা রেঞ্জ ডিআইজি অফিস এর সকল সদস্য এবং পুলিশ হেডকোয়ার্টার্স এর সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সাতক্ষীরার সকল সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণের অকুণ্ঠ সমর্থনে উক্ত নিয়োগ সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
উত্তীর্ণ সকল প্রার্থীদের বাংলাদেশ পুলিশে স্বাগতম এবং অন্য সকল প্রার্থীদের প্রতি আমরা সমব্যথী নিশ্চয়ই তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। জয়তু বাংলাদেশ পুলিশ।