বিশেষ প্রতিনিধি: ব্যবসা-বানিজ্যে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আদান-প্রদানে পণ্যবাহী ট্রাকের পাশাপাশি এবার বাংলাদেশ রেলওয়ে চালু করলো “রেলওয়ে পার্সেল ভ্যান”, অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাত্রী চলাচল এবং পণ্য পরিবহনের জন্য একটি মাত্র রেলপথ ব্যবহৃত হতো, এতে করে “রেলওয়ে পার্সেল ভ্যান” পণ্য পরিবহনের ক্ষেত্রে ধীরগতির সৃস্টি হয়। বিষয়টি নিয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন এবং আমদানি-রপ্তানি কারকগণ ও ব্যবসায়ীবৃন্দ “বাইপাস রেললাইন” (গুডস ইয়ার্ড) চালুর দাবী তোলেন।
বেনাপোল বন্দর ব্যবহারকারী সংগঠন গুলোর এমন প্রস্তাব মাথায় নিয়ে বাংলাদেশ রেলওয়ে বেনাপোলে “বাইপাস রেললাইন”(গুডস ইয়ার্ড) নির্মাণের সিদ্ধান্ত নেয়। মাটি ভরাট এবং রেলের স্লাব বসানো বাবদ ৯০০ মিটার দৈর্ঘ্য রেলওয়ে “বাইপাস রেললাইন”(গুডস ইয়ার্ড) নির্মাণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা ইও ঘোষণা করা হয়। প্রধান অতিথি হয়ে উদ্বোধন ঘোষণা করেন-মোঃ শাহীদুল ইসলাম,ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার,(ডিআরএম) পাকশী। এ সম্পর্কিত বেনাপোল রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বীরবল মন্ডল, বিভাগীয় প্রকৌশলী-১ পাকশী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এবং চাঁদ আহম্মেদ, উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী(কার্য) রেলওয়ে, যশোর এর সঞ্চালনায় উক্ত আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথিগণের মধ্যে উপস্থিত ছিলেন- মোঃ আনোয়ার হোসেন,বিভাগীয় পরিবহণ কর্মকর্তা(পাকশী)রেলওয়ে।
এ ছাড়াও আলোচনায় অংশ নেন-মোঃ মনিরুজ্জামান, পরিচালক (ট্রাফিক),বেনাপোল স্থলবন্দর,মোঃ আব্দুল জলিল,উপ-পরিচালক (ট্রাফিক),বেনাপোল স্থল বন্দর, মোঃ মফিজুর রহমান, সভাপতি, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন,মতিয়ার রহমান-পরিচালক,ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স,আলমগীর কবির, স্থানীয় মেম্বর, মেহেরুল্লাহ, বেনাপোল স্টেশন মাষ্টার-মোঃ সাইদুজ্জামান, বেনাপোল রেল স্টেশন পুলিশ ইনচার্জ-মোঃ সেতাফুর রহমান(এসআই),মোঃ খুরশীদ আলম(এসআই) রেলওয়ে নিরাপত্তা বাহিনী(আরএনবি) বেনাপোল ইউনিটের প্রধান,মোঃ মাসুদ রানা-এ্যাসিস্ট্যান্ট প্লাটুন কমান্ডার(এপিসি) বেনাপোল রেলওয়ে স্টেশন এবং আবুল কালাম আজাদ,প্লাটুন কমান্ডার,বেনাপোল স্থলবন্দর।