বিশেষ প্রতিনিধি: যশোরের বেনাপোল অসহায় ভূমিহীন ও আশ্রয়হীনদের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মির আলী রেজা। এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সহ বেনাপোল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান। বেনাপোল গুচ্ছ গ্রামের অসহায় ভূমিহীনদের মাঝে কম্বল বিতরণ করার পরে তাদের মুখে হাসি ফুটে ওঠে।
ভূমিহীন ও অসহায় শতশত মানুষ বলেন এই প্রচন্ড শীতের মাঝে কম্বলটি আমাদের অনেক উপকারে আসবে। উপজেলা নির্বাহি কর্মকর্তা মির আলিফ রেজা অসহায় ও ভূমিহীনদের উদ্দেশ্যেআরো অনেক সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন। যেমন মহিলাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। বিভিন্ন ঋণ প্রকল্প থেকেঋণ দিয়ে তাদেরকে সহযোগিতা করব। এভাবে বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে অনুষ্ঠানটির শেষ করেন।