আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকের জন্য পালস অক্সিমিটার হস্তান্তর, মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক ও মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন-গৃহহীনদের গৃহ নির্মাণ কাজ পরিদর্শন এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির। শনিবার দুপুরে তিনি প্রথমে উপজেলার মরিচ্চাপ রিভারভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। এসময় তিনি পার্ক এর ভিতরের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং পার্কের সৌন্দর্য বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের ঘোষণা দেন। এরপর জেলা প্রশাসক বুধহাটা ইউনিয়নের চাপড়ায় ভূমিহীন ও গ্রহহীনদের জন্য নির্মানাধীন গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ প্রদান এক যুগান্তকারী পদক্ষেপ। জেলায় যেন কোন প্রকৃত ভূমিহীন ও গৃহহীন এ প্রকল্প থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যদি কোন ভূমিহীন গৃহহীন এ প্রকল্প থেকে বাদ যায় তাহলে তাদের তথ্য প্রদানের জন্য জনপ্রতিনিধিসহ সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এসময় তিনি গৃহ নির্মাণ কাজে যেন কোন অনিয়ম না হয় এবং শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন হয় তার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকার আহ্বান জানান। সবশেষে তিনি উপজেলা পরিষদে গিয়ে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন এবং উপজেলার ৩৮টি কমিউনিটি ক্লিনিকের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকারের হাতে পালস অক্সিমিটার হস্তান্তর করেন। এসময় আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, সদর ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।