বিশেষ প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে ৩০ বোতল ফেন্সিডিল সহ ঝনটু (৫০) ও সেকেন্দার (৪২) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।সোমবার তাদেরকে আটক করা হয়। আটক ঝনটু যশোর সদর থানার উপশহর এলাকার মহিউদ্দিনের ছেলে ও সেকেন্দার একই থানার আরএন রোড এলাকার নুর মোহাম্মদ এর ছেলে।
বেনাপোল পোর্ট থানার ওসি তদন্ত রাসেল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে দুই মাদক ব্যবসায়ী বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল নিয়ে যশোর যাওয়ার উদ্দেশ্য বাহাদুরপুর বাজারের সিরাজের ফলের দোকানের সামনে অপেক্ষা করছে।
এমন সংবাদে এসআই মাসুম বিল্লাহ, এএসআই মুরাদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে হাতেনাতে আটক করেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর আদালতে পাঠানো হবে।