বিশেষ প্রতিনিধি: গত ১১/১২/২১ ইং তারিখে জনৈক তাহসিন হোসেন (20),পিতা- জামাল উদ্দীন, সাং- হরদেবপুর, গোপালপুর, থানা- কলিগন্জ, জেলা, ঝিনাইদহ এর ২০,০০০/- টাকা রকেটে লেনদেনের সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে যায়। উক্ত নম্বরে ভুক্তভোগী যোগাযোগ করলে প্রথমে ফোন রিসিভ করলেও পরবর্তীতে ফোন বন্ধ করে দেয় এবং উক্ত টাকা ক্যাশ আউট করে নেই। এই সংক্রান্তে ভুক্তভোগী কালিগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করেন। উল্লেখিত অভিযোগের বিষয়ে জনাব মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), ঝিনাইদহ এর দিকনির্দেশনা ও নিবিড় তদারকিতে অদ্য ১৯/১২/২০২১ তারিখ উক্ত প্রতারককে সনাক্ত করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, ঝিনাইদহ কর্তৃক ভুক্তভোগীর ২০,০০০/- টাকা উদ্ধার পূর্বক হস্তান্তর করা হয়।