শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২০ ডিসেম্বর সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরোমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। তিনি নার্সসহ সকল কর্তব্যরত চিকিৎসকদের গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জয়নাল আবেদীন। স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত আর এমও ডা, শেখ মোহাম্মদ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় আরো বক্তব্য রাখেন, ডেন্টাল সার্জন ডা, মিনহাজুল আবেদীন, ডা,শারমিন সুলতানা,নার্স,দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন, ইফ্ফাত জেরিন জুথি নার্স ইনচার্জ আনোয়ারা বেগম, নার্স মোরশেদা বেগম রিক্তা প্রমুখ। শুরুতেই নবনিযুক্ত সিনিয়র স্টাফ নার্সদের ফুলদিয়ে বরন করে নেন অতিথিরা। গত এক বছরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নের দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জসিম উদ্দিন
বার্তাপ্রেরকঃ -মোঃ বিল্লাল হোসেন, শেরপুর।
মোবাঃ-01831618288
তাং ২০/১২/২১ ইং