আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যায় নিজস্ব অর্থায়নে নষ্ট সড়ক সংস্কার কাজ করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। রবিবার সকালে তিনি নিজের বাড়ি থেকে ইট এনে সংস্কার কাজ পরিচালনা করেন। অতি বৃষ্টিতে কুল্যা টু দরগাহপুর (বাঁকা) সড়কের কুল্যা ইউনিয়ন অংশের বেশীর ভাগ অংশে বড় বড় গর্তের সৃষ্টি ও পানি জমে সড়ককে আরও নষ্ট ও যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ফলে প্রতিদিন অনেক যানবাহন দুর্ঘটনা কবলিত হচ্ছে ও অনেক স্থানে যানবাহন আটকে যানজটের সৃষ্টি করছে। ঝুঁকিপূর্ণ সড়কে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ও নিজের বাড়ির ইট দিয়ে সংস্কার কাজ শুরু করেছেন কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী। তার স্ব-উদ্যোগে রাস্তা সংস্কারের মাধ্যমে জন দুর্ভোগ লাঘবে এগিয়ে আসার ঘটনায় এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন।