শেরপুর প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীকে নিয়ে চরম বেকায়দায় আছেন আওয়ামীলীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু। তিনি ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যাবধানে জয়লাভ করেন। তিনি গত ৫ বছর সুনামের সাথে দ্বায়িত্ব পালন করে জনপ্রিয়তার শীর্ষে স্থান করে নেন। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল পুনরায় তাকেই মনোনয়ন দেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আশরাফুল ইসলাম পলাশ দলীয় মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান মন্টু বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জানা গেছে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদকসহ তৃনমূলের নেতা-কর্মীরা বিদ্রোহী প্রার্থী আশরাফুল ইসলাম পলাশের পক্ষে নির্বাচনে অংশ নিয়েছেন। তারা বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় বেকায়দায় পরেছেন আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মন্টু। পরিস্থিতি সামাল দিতে না পারলে বিএনপি সমর্থীত প্রার্থী জয়লাভের সম্ভাবনা রয়েছে শতভাগ। নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বলেন, আমি বিগত নির্বাচনে নৌকার প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় অর্জন করি। গত ৫বছর এলাকার সার্বিক উন্নয়ন করেছি। নেতাকর্মিদের মুল্যায়ন করাসহ আমি দু:স্থ, অসহায়দের পাশে দ্বারিয়েছি । আমার ইউনিয়নে কাউকে কোন দালালীপনা করতে দেইনি। গত ৫ বছরে আমার বিরুদ্ধে কেউ কোন অভিযোগ আনতে পারেনি। সকলের বিপদে পাশে থেকেছি। সবকিছু মিলিয়ে অনেক যাচাই বাছায়ের পর মাননীয় প্রধান মন্ত্রী আমাকে নৌকা মনোনয়ন দিয়েছেন। কিন্তু গৌরীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকের নেতৃত্বে অদৃশ্য কোন গডফাদারের নির্দেশে নৌকার বিজয় ঠেকাতে মাঠে নেমেছে। এ বিষয়ে আমি উপজেলা, জেলা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের হস্তক্ষেপ কামনা করি।
এ ব্যাপারে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন আওয়ামীলীগের রাজনীতির সাথে জরিত তারা নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বার্তাপ্রেরকঃ – মোঃ বিল্লাল হোসেন, শেরপুর।
মোবাঃ 01831618288
তাং -২১/১২/২১ই