নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় চতুর্থ ধাপে ইউনয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগ উপজেলা পরিষদ মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা প্রশাসক (ডিসি) মোঃ হাফিজুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান,আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জি,এম সাহারা উদ্দিন,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা আক্তার ,ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সিকান্দার আলী।
এছাড়াও মতবিনিময় সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী, সাধারণ সদস্য প্রার্থীরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।