শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে
প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে দিকে আহমদ নগর উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে নির্বাচনি আচরণ বিধিমালার তাৎপর্য তোলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শেরপুরের প্রশাসক মোঃ মোমিনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান প্রমুখ।এ মতবিনিময় সভায় জেলাও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ৫ম ধাপে ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইগাতী উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্যা ও সাধারন সদস্যগন অংশগ্রহন করেন।