বিশেষ প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ২টি পিস্তল সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বুধবার (২২ ডিসেম্বর) রাত ১০ ঘটিকার সময় বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলো-বাগেরহাট জেলার মোল্লারহাট থানার নগরকান্দি এলাকার নরসিংহপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাদিম সিকদার (৩০) ও যশোরের ঝিকরগাছা থানার মাটিকুমড়া এলাকার মুকুন্দপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে শামীম রেজা(২০)।
বিজিবি জানায়, পুটখালী ঘোনার মাঠ এলাকায় দুই যুবকের গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা তাদেরকে আটক পূর্বক দুইটি পিস্তল উদ্ধার করে বিজিবিকে খবর দেয়। পরে, সেখানে উপস্থিত হয়ে তাদেরকে আটক পূর্বক পিস্তল দুইটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসি। পরে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানায় বিজিবি।