বিশেষ প্রতিনিধি: যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নির্দেশনায় যশোরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযানের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যশোর শহরের চাচঁড়া রায় পাড়াস্থ আঞ্চলিক প্রাণি রোগ অনুসন্ধান গবেষণাগারের প্রধান গেটের সামনে পাঁকা রাস্তার উপর হতে ২৫/১২/২১ খ্রিঃ তারিখ রাত ০০:২৫ ঘটিকায় যশোর জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ জাফর কে ০১ (এক) টি পিস্তলে এক রাউন্ড গুলী লোডকৃত ও ০২ (দুই) টা অবিস্ফোরিত ককটেলসহ হাতে নাতে ধৃত করা হয়। অবৈধ আগ্নেয়াস্ত্র ও অবিস্ফোরিত ককটেল উদ্ধার সংক্রান্তে এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান, কোতোয়ালি মডেল থানা, যশোর বাদী হয়ে এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে (১) কোতয়ালী মডেল থানার মামলা নং-৭৯, তাং- ২৫/১২/২১ খ্রিঃ, ধারা- ১৮৭৮ সালের আর্মস্ এ্যাক্টস এর ১৯-এ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৪/৫/৬ রুজু হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জাফরের বিরুদ্ধে বিস্ফোরক, মাদকদ্রব্য ও অস্ত্র, হত্যাসহ ২৭ টা মামলা মূলতবী রয়েছে। ধৃত আসামী জাফরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে তার সহযোগীদের নিয়ে যশোর শহর ও শহরতলীতে নাশকতা সৃষ্টির নিমিত্তে পরিকল্পনা বাস্তবায়নের নিমিত্তে অবৈধ অস্ত্রগুলি, বিস্ফোরকদ্রব্য সংগ্রহ করছিল। যশোরকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করার ধারাবাহিক অভিযান অব্যাহত আছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানাঃ
(১) মোঃ জাফর (২৮), পিতা- তনু টনু হান্নান মিয়া, সাং- শংকরপুর (আশ্রমরোড মাদ্রাসার পিছনে), থানা- কোতোয়ালি, জেলা-যশোর।
উদ্ধারকৃত আলামতঃ
১। ০১টি বিদেশি পিস্তল যাহাতে এক রাউন্ড গুলী লোডকৃত অবস্থা অবস্থায় রয়েছে।
২। ০২ (দুই) টা অবিস্ফোরিত ককটেল।
বাংলাদেশ পুলিশের শপথ-দেশের মানুষকে রাখবো নিরাপদ,
সত্য উদঘাটনে বদ্ধ পরিকর, যশোর জেলা পুলিশ।