বিশেষ প্রতিনিধি: আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর ২১খ্রিঃ) ডিবি যশোরের এসআই (নিঃ) লিটন কুমার মন্ডল, এএসআই (নিঃ) এস.এম ফুরকান হোসেনগনের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১২,৩০ ঘটিকায় যশোর কোতয়ালী মডেল থানাধীন চাঁচড়া রাজা বরদাকান্ত রোডস্থ এরিনা সীড কোম্পানীর প্রধান গেটের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী (১) মোঃ রনি (২৬), পিতা- মোঃ ইসহাক মোড়ল, মাতা-মোছাঃ শাকিলা বেগম, সাং-ধান্যখোলা, থানা-শার্শা, জেলা-যশোর কে ০৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মালামালের মূল্য ১,৩৫,০০০/- টাকা।
এ সংক্রান্তে এএসআই (নিঃ) এসএম ফুরকান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।