শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: মুসলিম ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর ফের শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভোমরা স্থলবন্দর ৫ দিন বন্ধ থাকার পর রবিবার (২৫ জুলাই) থেকে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম।
নাসিম আরো বলেন, ২১ জুলাই পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়।
তাই যথাযথভাবে দিনটি উদযাপনের লক্ষ্যে ২০ জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত বন্দর দিয়ে দু’দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টি পত্র দ্বারা ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এজেন্ট এমপ্লোয়িস কার্গো ওয়েলফেয়ার এসোসিয়েশনসহ সংশ্লিষ্ট দুই দেশের সকল কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল।
ছুটি শেষে রবিবার থেকে বন্দর দিয়ে দু’দেশের মাঝে পুনরায় আমদানি রপ্তানি শুরু হয়েছে। এতে করে ভোমরা বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। রবিবার সকাল থেকে ভোমরা স্থল বন্দর দিয়ে প্রবেশ করছে পণ্যবাহী ট্রাক। এ সময় বন্দর দিয়ে আমদানিকৃত পণ্যগুলো খালাস করে নিচ্ছেন সি এন্ড এফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারকরা।
সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের কোন প্রভাব আমদানি-রপ্তানি কার্যক্রমে পড়ছে না বলে জানান সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম।