ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার গোগর বাসনাহার(গুচ্ছগ্রাম) গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম (৮০) গত মঙ্গলবার ২৮ ডিসেম্বর রাতে বাধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি — রাজিউন।) তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয়- শুভাকাঙ্ক্ষী রেখে যান।
পরদিন বুধবার ২৯ ডিসেম্বর দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় বনপীর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়৷
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক, তাজউদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) সভাপতি কুশমত আলী, প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সাবেক ইউপি সদস্য ইব্রাহিম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
তার মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড
গভীর শোক প্রকাশ করেছেন।