জগন্নাথপুর প্রতিনিধি: জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ লা জানুয়ারি শনিবার দুপুর ১২ টায় পার্টির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ দিলু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রবীণ নেতা, বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব আতাউর রহমান আলতাব, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ আবদাল মিয়া, সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি, সাবেক ইউপি সদস্য সৈয়দ ছালিক মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মোঃ রফিক উদ্দিন, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক আহবায়ক মোঃ ফয়জুর রহমান, পৌরসভার ৬ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ছোরাব উল্লা,
৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ আরব আলী, আপ্তাব আলী, জাতীয় তরুন পার্টির আহবায়ক মোঃ রনি মিয়া, মীরপুর ইউনিয়ন জাপা নেতা আব্দুর রহমান প্রমূখ।
বক্তারা জাতীয় পার্টির ৯ বছরের শাসনামলের নানা উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতীয় পার্টির আমল ছিল স্বর্ণযুগ। আওয়ামী লীগ কিংবা বিএনপি মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্নরূপে ব্যর্থ হয়েছে। জনগনের সমর্থন নিয়ে জাতীয় পার্টি আবারো রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়।
বক্তারা জাতীয় পার্টিকে সু-সংঘঠিত করে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করার জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।
পরে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।