শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: কালিগঞ্জে মৎস্যঘেরে বৈদ্যুতিক মোটরে পানি উঠানোর জন্য বিদ্যুৎ সংযগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪২) নামে এক ঘের কর্মচারির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিক। নিহত মিজানুর রহমান উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে।
নিহতের ছোট ভাই নাজমুল ইসলাম (৩০) জানান, তার বড় ভাই মিজানুর রহমান উপজেলার পিরোজপুর এলাকার জনৈক মনু ঢালির মৎস্যঘেরে কর্মচারি হিসেবে দির্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করছিলেন। সোমবার বিকেলে ঘেরে বৈদ্যুৎতিক মোটরে পানি উঠানোর সময় বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলে তার ভাই মৃত্যুবরণ করেছেন। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ঘটনাস্থলে যেয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করেন।
সরেজমিন দেখা যায়, মেইন লাইনের খুঁটি থেকে অনুমান ৫শ’ ফুটের অধিক দূরে কোন প্রকার খুঁটি ছাড়া তার ঝুলিয়ে ঘেরের বাসায় বৈদ্যুৎতিক সংযোগ নিয়েছেন ঘেরমালিক মনু ঢালি। ঘেরমালিক মনু প্রভাবশালী হওয়ায় তিনি কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে অনিয়মতান্ত্রিকভাবে বিদ্যুৎসংযোগ নিয়েছেন বলে জানান স্থানীয়রা। এছাড়া ঘেরের চারপাশে ছড়ানো ছিটানো বৈদ্যুৎতিক তার দেখা গেছে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।