মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া, বাহারমর্দন শাখা মৌলভীবাজারের উদ্দোগে, বাহারমর্দন শাহী বাড়িতে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহারমর্দন শাখার সভাপতি মো.রাসেল আহমেদ, এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ কেন্দ্রিয় কমিটি সদস্য ও মৌলভীবাজার জেলা আল-ইসলাহ এর যুগ্ন সাধারণ সম্পাদক জনাব কাজী নাছির আহমদ, আল-ইসলাহ কেন্দ্রিয় কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা আল-ইসলাহ এর সহ-সভাপতি জনাব মকবুল হোসেন খাঁন, আকিদুর রহমান সোহান সাধারন সম্পাদক জেলা ছাত্রদল, উপস্থিত ছিলেন আবুল হাসান তুহিন সাধারণ সম্পাদক তালামীযে ইসলামীয়া বাহারমর্দন শাখা, অর্থ সম্পাদক মেহেদী আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোস্তাক আহমদ, প্রচার সম্পাদক পাবেল বেগ, অফিস সম্পাদক তফিকুল বারী তানভীর, মির্জা মুহিব খতিব বাহারমর্দন জামে মসজিদ, মুজিবুর রহমান সোহেল প্রমুখ, উক্ত অনুষ্টানে বক্তারা বলেন তালামীযে ইসলামীয়া একটি ইসলামী মূল্যবোধের আদর্শের সংগঠন, এলাকার ধর্মপ্রান সকলের সহযোগীতা কামনা করেন। আগামীতে আর বড় পরিসরে শীতবস্ত্র বিতরন করার তৌফিক দান করার জন্য সবার দোয়া কামনা করেন। এতে এলাকার গন্যমান্য সর্বস্থরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।