বিশেষ প্রতিনিধি: প্রচণ্ড শীতে কষ্টে থাকা হতদরিদ্র- দরিদ্র, অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি।
গতকাল শুক্রবার সকালে সাতক্ষীরা জেলার, তালা উপজেলার, পাটকেলঘাটা থানার, কুমিরা ইউনিয়নের, কুমিরার নিজ বাসভবন থেকে অসহায় এসব পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমিরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কম্বল পেয়ে আনন্দিত এলাকার মানুষ। এলাকার মানুষ জানান, কয়েক দিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। রাতে শীতে খুব কষ্ট হয়। এ কম্বল পেয়ে আমাদের কষ্ট কিছুটা লাঘব হবে,
কোন মতে কাপড় জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করি। আর এখন পাওয়া এ কম্বলে ভালোভাবে শীত পার করতে পারব।
অ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জি বলেন, প্রচণ্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে, এ কথা শুনে আমি আমার পিতা-মাতা সহ আমরা বাড়ির পাশের যুবকদের নিয়ে খোঁজ নিয়ে প্রকৃত শীতার্তদের মাঝে কম্বল বিতরণ শুরু করেছি।
অ্যাডভোকেট স্বরাজ চ্যাটার্জী আরো বলেন, আমি যেন এইভাবে মানুষের দুঃখ কষ্ট লাঘবে সবসময় নিজেকে নিয়োজিত রেখে কাজ করে যেতে পারি আমি সকলের কাছে সেই সহযোগিতা কামনা করি সব সময়।