বিশেষ প্রতিনিধি: যশোর শার্শা ২৬ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৯ জানুয়ারী) দুপুরবেলায় তাদের গ্রেফতার করে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার গোহাল বাড়ি গ্রামের মনোয়ার মিয়ার ছেলে মশিউর রহমান ও শার্শা থানার গোগা কারিগর পাড়ার ইয়াছিন আলীর ছেলে শরিফুল ইসলাম।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফরিদের নেতৃত্বে একটি চৌকস টিম বাগআঁচড়া সাতমাইল গ্রামের গোগা টু সাতমাইল এলাকার রাস্তার উপর হতে ২৬ বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বহনে ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদের গ্রেফতার করে।
এ সংক্রান্তে একটি মাদক মামলা রুজুর করা হচ্ছে বলে জানান ফরিদ।